সাজেকে বন, পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষার দাবিতে এবং সেনাক্যাম্প স্থাপন, পর্যটন স্থাপনা নির্মাণ ও তথাকথিত উন্নয়নের নামে পাহাড়ি উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৫ মার্চ ২০২১) সকালে ‘‘সাজেক রক্ষা কমিটি‘‘ ব্যানারে সাজেক ইউনিয়নের উজো বাজার, হাজাছড়া কিয়াংঘাট, রেতকাবা দোপদা, নন্দরাম ও সিজকছড়া এলাকায় এক যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নিজেদের ভূমি ও অস্তিত্ব রক্ষার্থে এলাকার শত শত নারী-পুরুষ স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।

সাজেকে স্থানীয় জনগণের স্বত:স্ফূর্ত মানববন্ধন , ছবি -ইন্টারনেট
মানববন্ধনে ‘সাজেকে বন ও বন্যপ্রাণী রক্ষা কর’ ‘জীব বৈচিত্র্য রক্ষা কর’; ‘নিরাপত্তার নামে ক্যাম্প স্থাপন বন্ধ কর’; ’তথাকথিত বন আইনের নামে জুম্মদের ভিটেছাড়া করা যাবে না’… ইত্যাদি দাবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
মানববন্ধনে সাজেক রক্ষা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ‘‘কথিত উন্নয়নের নামে সাজেকে একের পর এক পাহাড়িদের নিজেদের বসতভিটা, জায়গা-জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। আমরা উন্নয়নের নামে উচ্ছেদ হতে চাই না। আমরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ জায়গায় প্রাকৃতিক পরিবেশের সাথে বসবাস করতে চাই।
বক্তারা আরো অভিযোগ করে বলেন, ‘‘ সাজেক পর্যটন এলাকা উত্তর রুইলুই পাড়া থেকে ১৭ পরিবার ত্রিপুরা গ্রামবাসীকে উচ্ছেদের চেষ্টা চলছে। সীমান্ত সড়ক নির্মাণের নামে পাহাড়িদের নিজেদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে। ধ্বংস করা হচ্ছে পরিবেশ, জীব বৈচিত্র্য ও পাহাড়িদের জুমচাষের জুম ।“
বক্তারা অবিলম্বে উন্নয়নের নামে এমন ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের জোর দাবি জানান ।
0 Comments